শ্রেষ্ঠ অভিনেত্রী রাইমা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
রাইমা সেন, ভারত-বাংলাদেশ দু’দেশেই ব্যাপক পরিচিত একটা নাম। ভারতীয় এই অভিনেত্রী শুধু কলকাতার বাংলা সিনেমার মাঝেই নিজেকে আটকে রাখেননি, একাধারে অভিনয় করে চলেছেন বাংলা, হিন্দি, তেলুগু ও মালায়াম ছবিতে। মোহনীয় রুপ আর কাজল টানা নয়নের ইশারায় অগুনতি পুরুষের হৃদয় আন্দোলিত করেছেন রাইমা। যেমনি তার রূপ তেমনি তার অভিনয়। কারণ মহানায়িকা সূচিত্রা সেনের নাতনী আর মুনমুন সেনের মেয়ে তিনি। পারিবারিক সূত্রেই রক্তে মিশে রয়েছে অভিনয়ের মূল মন্ত্র। তারই প্রমাণ অভিনয়ের মাধ্যমে দিয়েছেন, যার ফলশ্রুতিতে শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব লুফে পেলেন রাইমা।
ভারতের হায়দরাবাদের চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন রাইমা। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ ছবির জন্য তিনি এ পুরষ্কার পেয়েছেন। এ বছর উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘কেদারা’। সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হয়েছেন ঋত্বিক চক্রবর্তী। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ঋত্বিক।
সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কৃত হয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। পরিচালনার পাশাপাশি ‘তারিখ’-এর চিত্রনাট্যও লিখেছিলেন তিনি। এডিটিংয়ের জন্য পুরস্কার পেয়েছেন শুভজিৎ সিংহ। সেরা চিত্রগ্রাহকের পুরস্কার গিয়েছে ‘কেদারা’-র শুভঙ্কর ভড়ের ঝুলিতে। সাউন্ড ডিজাইনের জন্যও নির্বাচিত হয়েছে ‘কেদারা’র নাম। অনির্বাণ সেনগুপ্ত পেয়েছেন পুরস্কার।
এ বছর এ চলচ্চিত্র উৎসবে জুরি ছিলেন তিনজন চিত্রপরিচালক শেখর দাস, শতরূপা সান্যাল ও বৌদ্ধায়ন মুখোপাধ্যায়। ১৮ জুলাই থেকে শুরু করে চলচ্চিত্র উৎসব চলে ২১ জুলাই পর্যন্ত।