স্বামীর এই আচরণগুলো দেখে বুঝে নিন, তিনি আপনাকে হিংসা করেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৬ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
অনেক নারীই নিজেদের সম্পর্ক নিয়ে খুব চিন্তিত থাকেন এই ভেবে যে, তার স্বামী তাকে হিংসা করেন কি না। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে, তবে সেই সম্পর্ক কখনোই সুখের হবে না। আবার অনেক ক্ষেত্রে এই সম্পর্কগুলো বেশিদিন টিকেও না। তাই এই আচরণগুলো দেখে জেনে নিন আপনার স্বামী আপনাকে হিংসা করছেন কি না-
১. আপনি যখন নিজের বান্ধবীদের সঙ্গে থাকেন তখন তা সে পছন্দ করেন না। কারণ আপনি ভাল সময় কাটাচ্ছেন, উপভোগ করছেন এগুলো সে হিংসা করেন। তবে সে কিন্তু কখনই বুঝতে দেবে না যে, সে আপনাকে হিংসা করেন।
২. ঝগড়া হওয়ার পর তিনি আপনার সঙ্গে অন্তরঙ্গ হতে চাইবেন না। নিজের খারাপ আচরণের দায় আপনার ওপর চাপিয়ে দিবে।
৩. বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে চায়না। কারণ সে চান না আপনি খুশি থাকুন, কেউ আপনার প্রশংসা করুক। এটা হিংসারই লক্ষণ।
৪. আপনার মুড সে নিয়ন্ত্রণ করেন। যখন সে খুশি থাকেন তখন আপনাকেও খুশি থাকতে হবে বা সে মনমরা থাকলে আপনাকেও দুঃখে থাকতে হবে।
৫. সে আপনার সঙ্গে একা সময় কাটাতে বা অন্তরঙ্গ হতে চাইবে না।
৬. আপনি যখনই খুশি থাকেন বা ভাল মুডে থাকেন তখন সে যেকোনো ভাবে আপনার মুড নষ্ট করে দিবে।
৭. আপনি তার জীবনে পজিটিভ প্রভাব আনতে চাইলেও সে তা এড়িয়ে যাবেন। কোনো ভাবেই নিজের নেগেটিভ মুড থেকে বের হতে চাইবেন না।
৮. অন্য নারীদের প্রতি উৎসাহ দেখাবেন বা অন্যদের প্রশংসা করবেন, যাতে আপনার হিংসা হয়।
৯. আপনাকে কোথাও কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখলে সে আপনাকে অপ্রস্তুত করে সেখান থেকে চলে যাবেন। আপনার কোনো পুরুষ বন্ধুকেই সহ্য করতে পারেন না।
১০. কথায় কথায় সে আপনার প্রাক্তনকে নিয়ে খোঁচা দিবেন। অন্যদের সামনেও অপমান করবেন। আসলে নিজে হীনমন্যতায় ভোগেন বলেই এমনটা করে থাকেন।