ব্যবহৃত কফি যেসব কাজে লাগাতে পারবেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১১ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার
ব্যবহৃত কফি ফেলে দেয়া হয়। কিন্তু আমরা অনেকেই জানি না, এই ফেলনা জিনিস দিয়ে বেশ কিছু কাজ করা সম্ভব। চলুন জেনে নেয়া যাক ব্যবহৃত কফি দিয়ে যেসব কাজ করা যায়-
১. পোকা-মাকড়ের উপদ্রব অনেক বেশি? কফি ছিটিয়ে দিন। পোকা-মাকড় দূর হয়ে যাবে।
২. একটি পাত্রে ব্যবহৃত কফি নিয়ে ফ্রিজে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
৩. সামান্য নারকেল তেলের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন স্ক্রাব হিসেবে। এটি ত্বকের মরা চামড়া দূর করবে।
৪. গাছের সার হিসেবেও এটি ব্যবহার করতে পারেন।
৫. ন্যাচারাল রঙ হিসেবে কফি ব্যবহার করতে পারেন চুলে কিংবা কাপড়ে।
৬. কাঠের আসবাব থেকে দাগ দূর করতে সামান্য কফি ঘষে অপেক্ষা করুন ১৫ মিনিট। এরপর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
৭. চোখের নিচের ফোলাভাব দূর করতে কফি ব্যবহার করতে পারেন।
8. স্টেইনলেস স্টিলের বাসন ঝকঝকে করতে সাবান পানির সঙ্গে সামান্য কফি মিশিয়ে নিন।