বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বোমা পাওয়ার বিষয়টি ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হচ্ছে’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মঙ্গলবার ঢাকায় বোমা পাওয়ার বিষয়টি এবং সাম্প্রতিক সবগুলো ইস্যু সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হচ্ছে। একটার সঙ্গে আরেকটার যোগসূত্র আছে কি না তাও গভীরভাবে দেখা হচ্ছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গুজব থেকে সারাদেশে অনেকগুলো মর্মান্তিক ঘটনা ঘটছে। গুজব রটিয়ে গণপিটুনির ঘটনায় বর্তমানে সরকার কঠোর অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে কথা হয়েছে, তারা কঠোরভাবে দমনের চেষ্টা করছেন। 

দলীয়ভাবেও এগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়া চিফ হুইপের মাধ্যমে এমপিদের সচেতনতামূলক সভা সমাবেশের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

গুজব রটানোর দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন না কেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুজব কারা রটাচ্ছে? এর পেছনে কোনো চক্র আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কাউকে ধরেই তো কঠোর শাস্তি দেয়া যায় না। আইনি প্রক্রিয়া তো আছে।