রাজধানীতে ৩ ভুয়া ডাক্তার আটক, হাসপাতাল সিলগালা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামক একটি হাসপাতালে অভিযান চালিয়ে ২ ভুয়া ডাক্তারসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।
এর আগে দুই রোগীর জরায়ুর অপারেশন করে ফেলে দেয়ার ঘটনায় অভিযান চালানোর পর দেখা গেল অভিযুক্ত হাসপাতালের ২ চিকিৎসকই ভুয়া। কোনো ডিগ্রি না থাকার পরও ডাক্তার পরিচয় দিয়ে অনেক দিন ধরে অপারেশন করে আসছিলেন তারা।
এ অপরাধে তাদের ৮ লাখ টাকা জরিমানাসহ ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সিলগালা করে দেয়া হয় হাসপাতালটিও। হাসপাতালের মালিক রাহিমা আক্তারকে আলাদাভাবে ৪ লাখ টাকা জরিমানাসহ ২ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার দিবাগত রাত ১টার দিকে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. মো. শফিউর রহমান উপস্থিত ছিলেন।
মো. সারোয়ার আলম জানান, কিউর জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক রাহিমা আক্তার এসএসসি পাশ করে ২০০৮ সাল থেকে ১৩ বছর নিজেকে গাইনী ডাক্তার পরিচয় দিয়ে এ হাসপাতাল পরিচালনা করে আসছিলেন।
ভুয়া ডাক্তার এস এম আল মাহমুদ নিজেকে এমবিবিস ও এফসিপিএস ডিএমসিএইচ পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
এছাড়া সার্জারী ডাক্তার না হয়েও ডাক্তার নাজমুল হুদা কোনো সার্জারী ডাক্তারের পরামর্শ ছাড়াই একজন রোগীর জরায়ুর অপারেশন করার অপরাধে তাকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।