শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪০তম বিসিএস: প্রিলিমিনারিতে ২০ হাজার ২৭৭ জন পাস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২৩ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

সরকারি চাকরিতে প্রথম শ্রেণির গেজেটেড জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছে ২০ হাজার ২৭৭ জন।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।

চলতি বছরের ৩ মে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির তথ্য অনুযায়ী, ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন আবেদন করলেও প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ২৭ হাজার প্রার্থী।

এ বিসিএসের মাধ্যমে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। যার মধ্যে প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা।

 

তবে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী, এই সংখ্যা আরো বাড়তে পারে।