বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দুর্নীতি প্রতিরোধে সব প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫২ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

দুর্নীতি প্রতিরোধে টিআইবিসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন তিনি। এদিন টিআইবির সঙ্গে দুদকের নতুন করে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে এ সাক্ষাৎ হয়।

টিআইবি’র নির্বাহী পরিচালকের উদ্দেশ্যে দুদক চেয়ারম্যান বলেন, পরবর্তী প্রজন্মকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হলে উদ্ভাবনীমূলক ধারণার প্রয়োজন। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে মাইন্ড সেট পরিবর্তনের জন্য যদি কর্মসূচি গ্রহণ করা হয়, তাহলে দুদক এসব ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে। তাই সমঝোতা স্মারকে সৃজনশীল এবং উদ্ভাবনীমূলক কর্মসূচি রাখা সমীচীন হবে।

তিনি বলেন, কমিশন তরুণ শিক্ষার্থীদের নিয়ে যে ২৮ হাজার সততা সংঘ গঠন করেছে। তাদের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

ইকবাল মাহমুদ বলেন, আইনি কারণেই কমিশনকে ছোট-বড় সব ধরনের মামলাই করতে হয়। কারণ ক্ষুদ্র দুর্নীতির বিষয়ে যিনি অভিযোগ করেন তারও আইনি প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদকের সঙ্গে আমাদের নাড়ির সম্পর্ক রয়েছে। আমরা এই প্রতিষ্ঠানটির সৃষ্টি থেকেই এর পাশে রয়েছি এবং থাকবো।