বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আধুনিক সিনেমা হল এবার নারায়ণগঞ্জে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩২ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

এবার নারায়ণগঞ্জে চালু হতে যাচ্ছে আধুনিক সিনেমা হল। সীমিত আসনের আধুনিক এই সিনেমা থিয়েটারের নাম ‘সিনেস্কোপ’। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সঙ্গে যৌথভাবে এই সিনেমা থিয়েটার পরিচালনা করবে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সিনেমাকার। 

ফোর কে সিলভারস্ক্রিনের এই থিয়েটারে থাকছে ৭.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম, থ্রি-ডি সিনেমা দেখার ব্যবস্থা। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসেই নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনে যাত্রা শুরু করবে ‘সিনেস্কোপ’। 

সুস্থ ধারার চলচ্চিত্র ও রুচিশীল দর্শকদের কথা স্মরণে রেখে হলটি তৈরি করা হয়েছে বলে জানালেন থিয়েটারটির উদ্যোক্তা মোহাম্মদ নূরুজ্জামান। তিনি জানান, দর্শকেরা গতানুগতিক হলগুলোতে নিরাপত্তা ও পরিবেশজনিত কারণে ছবি দেখতে নিরুৎসাহিত বোধ করেন। সিনেমাস্কোপ তাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিবে। দর্শকদের স্ন্যাকস এর জন্য একটি কফিশপও রয়েছে হলটিতে। যে তরুণ চলচ্চিত্র নির্মাতারা বাংলাদেশকে নতুনভাবে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তাদের চলচ্চিত্র এখানে অগ্রাধিকার ভিত্তিতে প্রদর্শিত হবে।

তিনি আরো জানান, বিভিন্ন সময় বিভিন্ন চলচ্চিত্রকার, অভিনয় শিল্পী কিংবা কলাকুশলীকে উৎসর্গ করে তাদের সেরা কাজগুলোর প্রদর্শণীও চলবে এখানে। প্রতিদিন একটি শো কেবল শিশুদের জন্য বরাদ্দ থাকবে যেখানে তারা দেশ-বিদেশের সেরা শিশুতোষ চলচ্চিত্রের সাথে পরিচিত হতে পারবে, সুনির্বাচিত থ্রি-ডি মুভিগুলো তাদের সৃজনশীলতা উস্কে দেবে। 

‘সিনেস্কোপ’ কেবল ব্যবসা নয়, একটি সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতার জায়গা থেকেই চালু হতে হচ্ছে বলে দাবী প্রকল্পটির উদ্যোক্তা  স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের।