বিরতির পর আবুল হায়াত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৬ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
গুণী অভিনেতা আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেই নাটক নির্মাণ করেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দীর্ঘ বিরতির পর বিটিভির নিজস্ব নাটক পরিচালনা করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘উদ্ধার’ অবলম্বনে নাটকটির নাট্যরূপও দিয়েছেন তিনি।
সম্প্রতি বিটিভির নিজস্ব স্টুডিওতে এর শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, আহসান হাবিব নাসিম, নাদিয়া আহমেদ ও সৈয়দা ফরিদা ফেরদৌস যাত্রী।
এ নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, অনেকদিন পর বিটিভি প্রযোজিত নাটক নির্মাণ করেছি। অভিনয়শিল্পীরা সাবলীলভাবেই চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে।
এদিকে, চলতি সপ্তাহেই চ্যানেল আইয়ের একটি ঈদের নাটক পরিচালনা করবেন আবুল হায়াত। নাটকটির নাম ‘সেতু’। এটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি।
এছাড়া সম্প্রতি ছোটপর্দার একটি নাটকে ভিন্ন একটি চরিত্রে দেখা গেছে আবুল হায়াতকে। জামাল হোসেনের ‘গন্তব্য’ গল্প অবলম্বনে এ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এ নাটকে আবুল হায়াতকে অবসারপ্রাপ্ত এক বিচারকের চরিত্রে দেখেছেন দর্শকরা।