বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চঞ্চল-অপির ‘ক্ষণিকের আলো’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৩ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

সম্প্রতি ‘ক্ষণিকের আলো’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী ও টিভি পর্দার নন্দিত মুখ অপি করিম। সাগর জাহান পরিচালিত এ নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তারা।

‘ক্ষণিকের আলো’ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে নাটকটির।

এতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, পান্থ শাহরিয়ারের লেখা এই নাটকটির গল্প পুরোপুরি ভিন্ন ধরনের। এর আগে বিভিন্ন সময়ে অপির সঙ্গে কাজ করার প্রস্তাব পেলেও ব্যাটে বলে মিলেনি। এবারই প্রথম আমরা দুজন একসঙ্গে অভিনয় করেছি।

 

চঞ্চল চৌধুরী আরো বলেন, অপি করিম নিঃসন্দেহে একজন গুণী ও ভালো অভিনেত্রী। এমন ভালো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে পারার মধ্যে আমার নিজের কাছেই একধরনের আত্মতৃপ্তি কাজ করে। আর নির্মাতা সাগর জাহানের কথা বিশেষভাবে বলতে হয়, সাগর তার প্রতিটি নাটকই ভালোভাবে, যত্ন নিয়ে আন্তরিকতা দিয়েই নির্মাণ করে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করে।

একই প্রসঙ্গে অপি করিম বলেন, সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। কারণ তার নির্দেশনায় এই ইউনিটের সঙ্গে আমি অনেক ভালো কাজ করেছি। যে কারণে সাগর জাহানের নির্দেশনায় কাজ করতে গেলে নিজের একটি ভালো কাজই হবে সেই বিশ্বাসটা সবসময়ই নিজের মধ্যে অনুভব হয়। তার সঙ্গে এবার যুক্ত হলেন আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।

সাগর জাহান জানান, আসছে ঈদে আরটিভিতে সম্প্রচারিত হবে নাটকটি।