চাহিদা আকাশছোঁয়া, তাই অভিনেত্রীর ইনকামও ১,২৬৬,০০০ মার্কিন ডলার!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩৪ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের পাশাপাশি ইনস্ট্রগ্রামও এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সামাজিক যোগাযোগের এই মাধ্যমগুলো এখন শুধু যোগাযোগেরই কাজ করে না বরং অনেকেই অর্থ উপার্জনও করে থাকেন।
আর এই অর্থ উপার্জনের মাধ্যম হলো ইনস্ট্রগ্রামের ফলোয়ার। যার যতো বেশি ফলোয়ার তার ততবেশি ইনকাম। কিভাবে জানেন?
কোন কোম্পানি তাদের পণ্য বাজারজাত করার জন্য ইনস্ট্রাগ্রামে যার ফলোয়ার সংখ্য বেশি তাকে দিয়েই বিজ্ঞাপন নির্মান করে। এরপরে মেডেলদের দিয়েই শেয়ার দেয়া হয়। এর ফলে তাদের পণ্যের বিজ্ঞাপন বেশি মানুষের কাছে পৌঁছায়। আর এই ফলোয়ারের ভিক্তিতে নিজেদের পারিশ্রমিক হাঁকান মডেলরা।
এ তালিকায় ১ নম্বরে আছেন মার্কিন মডেল কাইলি জেনার। যেহেতু তার অনুসারীর সংখ্যা বেশি তাই তিনি অল্প সময়ের পণ্যের বিজ্ঞাপন নিজের অ্যাকাউন্টের পোস্টের জন্য নেন ১,২৬৬,০০০ মার্কিন ডলার!
সেরা দশে কাইলির পরেই আছেন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডে (৯৯৬,০০০ ডলার), পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো (৯৭৬,০০০ ডলার), মডেল কিম কার্দেশিয়ান (৯১০,০০০ ডলার), সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ (৮৮৬,০০০ ডলার), মার্কিন অভিনেতা ও প্রযোজক দিয়ানে জনসন (৮৮২, ০০০ ডলার), সঙ্গীতশিল্পী বিয়ন্সে (৭৮৫,০০০ ডলার), পপগায়িকা টেলর সুইফট (৭৮৪,০০০ ডলার), ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার (৭২২,০০০ ডলার) ও গায়ক জাস্টিন বিবার (৭২২,০০০ ডলার)।