এই সময়ে অপি করিম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫৬ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
সময়ের সঙ্গে সন্ধি করে অবিরাম ছুটে চলছেন এক সময়ের দাপুটে অভিনেত্রী অপি করিম। সেই নব্বই দশক থেকে এখনো আপন আলোয় উদ্ভাসিত। কর্মপরিধি বৃদ্ধির পরেও সবখানেই রেখেছেন অতুলণীয় কৃতিত্বের স্বাক্ষর। অভিনয়ের চেয়ে শিক্ষকতা নিয়েই বেশি ব্যস্ততা তার। এ কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি।
ভালোবাসার টানেই অভিনয় পুরোপুরি ছেড়ে দেয়ার ইচ্ছা নেই তার। শিক্ষকতার পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যেতে চান তিনি। তবে এক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। এখন থেকে কেবলমাত্র বিশেষ দিবস তথা ঈদ, পূজা, পহেলা বৈশাখ কিংবা ভালোবাসা দিবসের নাটকগুলোতেই অভিনয় করবেন। তবে টিভি নাটক কিংবা চলচ্চিত্রে কাজ না করলেও মঞ্চ নাটকে ঠিকই নিয়মিত অভিনয় করছেন তিনি।
সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মঞ্চে দেখা যাবে নজরকাড়া এই অভিনেত্রীকে। মঞ্চ সারথি আতাউর রহমানের সঙ্গে অপি করিমের প্রাণবন্ত রসায়নে থিয়েটার সংগঠন নাট্যমের নতুন নাটক ‘ডিয়ার লায়ার’। নাটক পাড়া খ্যাত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে ভিন্নধর্মী গল্প আবহে নির্মিত এ নাটকটি। নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পত্রমিতালির গল্পে আবৃত এ নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন অপি করিম।
ক্যারিয়ারের শুরুর দিকে রবীন্দ্রনাথের লেখা ‘রক্তকরবী’ নাটকের নন্দিনী চরিত্রে অভিনয় করে মঞ্চে সাড়া ফেলেন অপি। পরবর্তী সময়ে নাগরিকের প্রযোজনায় ‘অপেক্ষমাণ’, নাম গোত্রহীন ‘মান্টোর মেয়েরা’ নাটকে অভিনয় করে নাটক পাড়ায় ছুঁয়েছেন দর্শকের হৃদয়। এই অভিনেত্রী এখন দেশের অন্যতম নাট্য সংগঠন নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য হিসেবে নিয়মিত যুক্ত আছেন মঞ্চ নাটকে। কিন্তু এবারই ‘ডিয়ার লায়ার’র মাধ্যমে প্রথমবার অন্য কোনো দলে অভিনয় করছেন তিনি।
এই নাটকে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ডিয়ার লায়ার আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। বুঝতে পারছি না কেমন হচ্ছে। তবে আমি মনে করি, আমাকে এ নাটকের জন্য আরো চর্চা করতে হবে। কয়েকটা শো হলে বুঝবো আসলে কেমন হচ্ছে।
সারা বছর তেমন অভিনয়ে দেখা না গেলেও বিশেষ দিবসের নাটক ও টেলিফিল্মে কাজ করেন অপি করিম। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। সম্প্রতি এ অভিনেত্রী অভিনয় করেছেন একটি থ্রিলারধর্মী গল্পের টেলিছবিতে। যেখানে এক শীর্ষ নায়িকার খুনের রহস্য উদঘাটনে গোয়েন্দা সংস্থার এএসপির ভূমিকায় দেখা যাব অপি করিমকে। এটি নির্মাণ করেছেন ছোটপর্দার নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।
সম্প্রতি ঢাকা ও এর আশপাশে বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিংয়ে অংশ নেন অপি করিম। এতে আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শহিদুল আলম সাচ্চু, সালহা খানম নাদিয়া, বড়দা মিঠু, তানিয়া বৃষ্টি, তানজিকা আমিন, রাজিব সালেহীন, রওনক হাসান, হাসনাত রিপন, অন্তু, সাগর হুদাসহ ৩১ জন। অতিথি চরিত্রে থাকছেন অপূর্ব ও মিথিলা। টেলিছবিটি প্রযোজনা করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ, এটি ঈদে এনটিভিতে প্রচার হবে।
এছাড়া মঙ্গলবার ও বুধবার পুরান ঢাকার ‘ক্ষণিকের আলো’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। এই নাটকে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি নির্মাণ করেছেন সাগর জাহান। আসছে ঈদে আরটিভিতে সম্প্রচারিত হবে নাটকটি।
নাটকটির প্রসঙ্গে অপি করিম বলেন, সাগর জাহানের কাজ করা মানেই হলো আমার কাছে বিশেষ কিছু। কারণ তার নির্দেশনায় এই ইউনিটের সঙ্গে আমি অনেক ভালো কাজ করেছি। যে কারণে সাগর জাহানের নির্দেশনায় কাজ করতে গেলে নিজের একটি ভালো কাজই হবে সেই বিশ্বাসটা সবসময়ই নিজের মধ্যে অনুভব হয়। তার সঙ্গে এবার যুক্ত হলেন আরেক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনয় সম্পর্কে সবাই অবগত। তাই আশা করছি, দর্শকের কাছে ভালো লাগার মতোই একটি নাটক হবে।
এদিকে, প্রায় ১৫ বছর পর নতুন একটি সিনেমায় অভিনয় করছেন এ অভিনেত্রী। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ ছোটগল্প অবলম্বনে নির্মিত এ সিনেমার নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। এর বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জসীম আহমেদ ও কলকাতার জনপ্রিয় নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। এরই মধ্যে কলকাতায় সিনেমার শুটিং করেছেন অপি। এ সিনেমায় অপি করিমকে কলকাতার একটি মেয়ের চরিত্রে দেখা যাবে, যার নাম সোমা। যেখানে উঠে আসবে, বেকার স্বামী ও একমাত্র সন্তান নিয়ে সোমার সংসার। সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা।
এর বাইরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যুক্ত আছেন অপি করিম। তাই বছরের বেশিরভাগ সময় কাটে ছাত্র-ছাত্রীকে ঘিরেই। আর সম্প্রতি আয়নাবাজি-খ্যাত নির্মাতা অমিতাভ রেজার প্রথম ওয়েব সিরিজ ‘ঢাকা মেট্টো’তে কাজ করেছেন তিনি। যেটি অনলাইন প্ল্যাটফর্ম হইচই আললিমিটেডে প্রচার হচ্ছে। এই ওয়েব সিরিজে অপি করিমের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছেন।