বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘মহানায়ক সম্মান’ পেলেন যারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০০ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

প্রতি বছরের মতো এবারো মহানায়ক উত্তম কুমার প্রয়াণ দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের হাতে তুলে দেয়া হয়েছে ‘মহানায়ক সম্মান’।  ২০১৯ সালের সেরা অভিনেতার সম্মান দেয়া হয়েছে হৃত্বিক চক্রবর্তীকে। ‘নগরকীর্তন’, ‘জ্যেষ্ঠপুত্র’ ও ‘ভিঞ্চি দা’ ছবির জন্য তিনি এই সম্মান পেয়েছেন। ‘নগরকীর্তন’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের সম্মান দেয়া হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়কে। 

সেরা অভিনেত্রীর সম্মান দেয়া হয়েছে তনুজাকে। ‘সোনার পাহাড়’ চলচ্চিত্রের জন্য তিনি এই সম্মান পেয়েছেন।  ’দুর্গেশগড়ের গুপ্তধন’ চলচ্চিত্রের জন্য সেরা উদীয়মান পরিচালকের সম্মান পেয়েছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। 

সেরা চলচ্চিত্র  হিসেবে পুরস্কৃত করা হয়েছে ‘এক যে ছিলো রাজা’কে। এই চলচ্চিত্রের জন্য  সেরা চিত্রনাট্যকারের সম্মান পেয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

 

‘শাহজাহান রিজেন্সি’ চলচ্চিত্রের জন্য সেরা সংগীত পরিচালকের সম্মান পেয়েছেন প্রসেন। সেরা শিশু শিল্পীর সম্মান দেয়া হয়েছে যশজিৎকে। সেরা প্রযোজনা সংস্থার সম্মান দেওয়া হয়েছে এসভিএফ ও অ্যাক্রোপলিশ এন্টারটেনমেন্টকে। সেরা চিত্রগ্রাহক হিসেবে শুভ ভড়, এবং সেরা কস্টিউম ডিজাইনার হিসেবে গোবিন্দ মন্ডলকে সম্মানিত করা হয়েছে। সেরা রূপসজ্জার সম্মান দেয়া হয়েছে  রামচরণ রাজ্জাককে। 

এছাড়াও মহানায়ক সম্মান দেয়া হয়েছে শতাব্দী রায়, দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, যীশু সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। সবার হাতে এই সম্মান তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।