বাসের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে উপচেপড়া ভিড়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১০ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে রাজধানীর গাবতলী ও আশপাশ এলাকার কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি হচ্ছে। টিকিট কাটতে বৃষ্টি উপেক্ষা করে ভোর থেকেই বিভিন্ন কাউন্টারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদের আগে শেষ কর্মদিবস ৮ আগস্ট, বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছে ৮ ও ৯ আগস্ট টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।
বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফারুক তালুকদার সোহেল জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে টিকিট দেয়া হবে। যতক্ষণ টিকিট থাকবে, ততক্ষণ বিক্রি চলবে।
রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল- এ চারটি বিভাগের বিভিন্ন রুটে চলাচলকারী বাসের টিকিট বিক্রি হচ্ছে রাজধানীর গাবতলী ও আশপাশের এলাকা থেকে।