মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপারেশনের পর তরুণীর পেটে মিলল ২ কেজি মুদ্রা-গহনা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৩ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

এক তরুণী সাত মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। উপায়ন্ত না দেখে চিকিৎসকের শরণাপন্ন হলেন। শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা অপারেশন করতে বাধ্য হলেন। আর অপারেশন থিয়েটারেই চিকিৎসকদের সামনে ঘটলো এক ভুতুড়ে কাণ্ড।

ওই তরুণীর পেটের পাকস্থলী থেকে একে একে বেরিয়ে এলো বিভিন্ন ধরনের মুদ্রা ও গয়না। এছাড়া অন্যান্য জিনিসপত্রও রয়েছে। এগুলোর মোট ‍ওজন দাঁড়িয়েছে এক কেজি ৬৮০ গ্রাম। 

এই আজব ঘটনাটি ভারতের বীরভূমে ঘটেছে। সেখানকার রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার এ অপারেশন করা হয়।
  
চিকিৎসকরা জানিয়েছেন, এ তরুণী এক সপ্তাহ আগে পেটে ভীষণ ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি সাত মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আজই অপারেশন করা হয়েছে। তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

 

তারা আরো বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তার কিছু মানসিক সমস্যাও ধরা পড়েছে। খুব শিগগিরই তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।