বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভালোবাসার টানে ২০০ কি.মি. পাড়ি দিল কুকুর!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

অনেকেই পোষা প্রাণী হিসেবে কুকুরকে বেচে নেন। সেই কুকুর তার মালিক বা মনিবের প্রতি থাকে অকুষ্ঠ ভক্ত। পোষা প্রাণীদের এরকম ভালোবাসার টান প্রায়ই লক্ষ্য করা যায়। 

জানা গেছে, একটি পোষা কুকুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার মনিব। কিন্তু মালিকের প্রতি ভালোবাসার টানে ২০০ কিলোমিটার দৌড়ে আবারো সেই মালিকের কাছেই ফিরে এল সেই পোষ্য কুকুর।  

এক বছর বয়সী বুলম্যাসটিফ প্রজাতির মারুকে যখন মালিকের বাড়ির সামনে পায়, তখন সে ক্লান্ত ও আহত। আহত হয়েও সে মালিকের অপেক্ষায় বাড়ির কাছের একটি কারখানার সামনে দাঁড়িয়ে ছিল। আসলে পশু হলেও তারও হৃদয় আছে।

খোঁজ নিয়ে জানা যায়, বাড়িতে কুকুর রাখলে তা থেকে অ্যালার্জির সমস্যা তৈরি হচ্ছে। তাই মারুকে রাশিয়ার নভোসিবিরস্কের ট্রেনে তুলে দিয়েছিলেন মালিক। কিন্তু অচিনস্কের কাছের একটি স্টেশনে ট্রেন থামতেই জানালা দিয়ে তীব্র গতিতে লাফিয়ে বেরিয়ে পড়ে মারু। তারপর রাশিয়ার কান্ট্রিসাইডের ভয়াবহ জঙ্গলের ভেতর দিয়ে রেললাইন ধরে দৌড় শুরু। গন্তব্য মালিকের বাড়ি।

 

যে ক্যানেলে মারুর জন্ম সেখানেই তাকে পাঠিয়ে দিতে চেয়েছিলেন মালিক। মারুকে ট্রেনে উঠিয়ে দেয়ার খবর তাদের কাছেও পৌঁছেছিল। কিন্তু ট্রেন থেকে মারু হারিয়ে যাওয়ার পর তারা ফেসবুকে ছবি দিয়ে খবর চেয়ে পোস্ট করেছিলেন। মারুকে খোঁজাও শুরু হয়। কিন্তু আড়াই দিন পর সোশ্যাল মিডিয়াতেই ফের জানা যায় মারু তার মালিকের বাড়িতে ফিরে গেছে। 

ট্রান্স-সাইবেরিয়ান রুটে মারু যে জঙ্গল পাড়ি দিয়েছিল সেই জঙ্গল ছিল অত্যন্ত বিপজ্জনক। সেখানে ভাল্লুক এবং নেকড়ের ভয় ছিল। কিন্তু নিজের প্রাণের মানুষের কাছে ফিরে গেছে মারু। শুধু মাত্র নি:স্বার্থ ভালবাসার টানে। ‌‌এটাই ভালবাসা। হৃদয়ের টান।‌‌