মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩০ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বজ্রপাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারি কর্মকর্তারা এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। 

তারা জানান, মৌসুমী ঝড়ের প্রভাবে হওয়া বজ্রপাতে এ প্রাণহানীর ঘটনা ঘটেছে। - খবর ইন্ডিয়া টুডে

প্রাদেশিক রাজধানী পাটনায় অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানীর ঘটনাগুলো মঙ্গল ও বুধবারে হয়েছে।

 

নিহতেরা বেশির ভাগই কৃষক ও গৃহহীন। বজ্রপাতের সময় তারা খোলা আকাশের নীচে ছিলো। বজ্রপাত ছাড়াও ঝড়ে বেশ কিছু ছোট ছনের তৈরি কাঁচা ঘরবাড়ি উড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে অনেকে।

এদিকে রাজ্যে চলমান বন্যায় মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী বন্যায় বিহারে অন্তত ১০৫ জনের মৃত্যু হয়েছে। 

ভারতে ঝড় ও বজ্রপাত খুবই স্বাভাবিক ঘটনা। প্রতি বছরই জুন থেকে সেপ্টম্বর পর্যন্ত ভারী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে থাকে। গেল সপ্তাহেও দেশটির উত্তর প্রদেশে ঝড় ও বৃষ্টিপাতের ৪১ জনের প্রাণহানী ঘটেছিলো।