ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩১ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
উত্তর কোরিয়া ফের দু’টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূল ওনস্যান থেকে এই ক্ষেপণাস্ত্র দু’টির পরীক্ষা চালায়।
জেসিএসে’র এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র দু’টির একটি ৬৯০ কিলোমিটার (৪২৪ মাইল) দুরত্ব পাড়ি দিতে সক্ষম হয়েছে এবং সেটির নকশাটিও নতুন। - খবর বিবিসি
প্রথমটি উৎক্ষেপণ করা হয়েছিলো স্থানীয় সময় ভোর ৫টা ৩৪ মিনিটে ও দ্বিতীয়টি ৫টা ৫৭ মিনিটে।
ক্ষেপণাস্ত্র দু’টি উভয়ই অন্তত ৪৩০ কিলোমিটার পাড়ি দিতে ও ৫০ কিলোমিটার উচ্চতায় উঠতে সক্ষম হয়েছিলো। এরপর ক্ষেপণাস্ত্র দু’টি জাপান সাগরে পতিত হয়।
তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে দক্ষিণ কোরিয়ার এ দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।
গেল মাসে দুই কোরিয়ার সীমান্ত মধ্যবর্তী ডিএমজি অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সাক্ষাৎ ও উত্তর কোরীয় ভূখণ্ডে ট্রাম্পের ইতিহাস সৃষ্টিকারী প্রবেশের ঘটনার পর এটাই দেশটির প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাৎসরিক সামরিক মহড়া অনুষ্ঠিত হবার কিছু দিন পরই উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালালো।
মহড়া চলাকালে উত্তর কোরিয়া জানিয়েছিলো, এটা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিকে বাধাগ্রস্থ করতে পারে।