মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধর্ষিতা কিশোরী মা হয়েছে, বাবা হয়নি কেউ!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

লাগাতার ধর্ষণের শিকার ১৫ বছরের এক কিশোরী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। বুধবার ভারতের মুম্বইয়ের এক হাসপাতালে শিশুটি প্রবস করেন ধর্ষিতা। এই সন্তান প্রসবের ফলে ওই কিশোরী মা হলেও বাবা হয়নি কেউ।

অন্তত দুইজন ওই কিশোরীকে প্রায় এক বছর ধরে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন কিশোরী। তার শরীরে প্রচুর সিগারেটের ছ্যাঁকার দাগ রয়েছে। এই ঘটনায় দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

জানা যায়, তিন বছর আগে কুরলা স্টেশনের পাশে মেয়েটিকে পড়ে থাকতে দেখে নাগপাডা থানায় নিয়ে গিয়েছিলেন এক সমাজসেবী। মেয়েটির শারীরিক পরীক্ষা-নীরিক্ষা করে জানা যায়, তাকে যৌন হেনস্থা করা হয়েছে। এরপরই অত্যাচার ও ধর্ষণের অভিযোগ দায়ের করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, মায়ের মৃত্যুর পর মেয়েটির বাবা আবার বিয়ে করেছিলেন। তিনি মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী নিজের ছেলে ও ১২ বছরের সত্‍‌ মেয়েকে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে যান মুম্বইয়ে। এক দালালকে ধরে কামাথিপুরার একটি বাড়িতে থাকার আশ্রয় পায় তারা। 

 

কয়েক বছর পর থেকে মেয়েটির উপর যৌন নিগ্রহ শুরু করে সেই দালাল। মেয়েটির সত্‍‌ মা সব জানলেও চুপ করে ছিলেন। কিছুদিন পর নাবালিকা কন্যা গর্ভবতী হয়ে পড়ার শারীরিক লক্ষণ দেখা দিলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়ি ছেড়ে সে এদিক ওদিক ঘুরতে থাকে। তখনই এক সমাজসেবীর নজরে আসে সে। 

ওই দালাল এবং যে বাড়িতে মেয়েটি থাকত তার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তারা দু জনেই মেয়েটির উপর যৌন নির্যাতন চালাত বলে অভিযোগ। 

সিনিয়র ইনস্পেক্টর সন্তোষ বাগওয়ে জানিয়েছেন, দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। সংখ্যাটা বাড়তে পারে। আমরা তথ্য জোগার করছি। ধর্ষিতা মেয়েটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। ধর্ষিতার সত্‍‌ ভাই-ও একই অপরাধে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।