ইউরোপের যে দেশে সর্বনিম্ন মৃত্যুর হার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে স্পেনে মৃত্যুর হার সবচেয়ে কম। দেশটিতে গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৮শ ২৯ জনের মৃত্যু হয়।
এ তথ্য গত ১৬ জুলাই ইউরোপিয়ান পরিসংখ্যান অফিস (ইউরোস্ট্যাট) কর্তৃক প্রকাশিত হয়। এতে ইউরোস্ট্যাট ২০১৬ সালের পরিসংখ্যান নিয়ে কাজ করেছে।
স্পেনের পর মৃত্যুর হার কম রয়েছে যথাক্রমে ফ্রান্স (৮শ ৩৮ জন), ইতালি (৮শ ৪৩) ও মাল্টায় (৮শ ৮২)। অপরদিকে ইউরোপের মধ্যে বুলগেরিয়া সর্বোচ্চ মৃত্যুর হারের দেশ। সেখানে গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১ হাজার ৬ শ জন মারা যান।
ইউরোস্ট্যাট বলছে, ইউরোপে ২০১৬ সালে ৩৬ শতাংশ মানুষ হৃদরোগজনিত কারণে মারা গেছেন। এছাড়া ২৬ শতাংশ মানুষ মারা গেছেন ক্যান্সারে। ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে মানুষের মৃত্যুর প্রধাণ কারণ হচ্ছে ক্যান্সার।
স্পেনের জাতীয় সংবাদপত্র ‘এল পাইস’ বৃটেনের সংবাদপত্র ‘দ্য টাইম্স’ এর একটি প্রতিবেদনের উদ্ধৃতিতে জানায়, ২০৪০ সালের মধ্যে স্পেনের নাগরিকরা বিশ্বে দীর্ঘ আয়ুর অধিকারী হবেন।
এদিকে অধিক ধুমপান ও মদ্যপানের পরও স্পেনে কেন মৃত্যুর হার কম? এর কারণ হিসেবে ‘এল পাইস’ এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের ঐতিহ্যগত খাদ্য ও জীবনধারা মৃত্যুর হার কমাতে সহযোগিতা করছে।