অবশেষে লোকসভায় ‘তিন তালাক’ বিল পাস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১৮ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
অবশেষে ভারতের লোকসভায় বহুল আলোচিত তিন তালাক নিষিদ্ধের বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলের পক্ষে ৩০২টি ও বিপক্ষে ৭৮টি ভোট পড়ে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানায়, লোকসভার পর এবার বিলটি রাজ্যসভায় যাবে। সেখানে পাস হলেই মুসলমানদের তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধের তিন তালাকের এ আইন কার্যকর হবে।
খবরে বলা হয়েছে, নতুন এ আইনে কোনো মুসলমান পুরুষ শুধু মুখে তিন তালাক বলেই বিবাহ বিচ্ছেদ করতে পারবে না। আর তা করলে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এদিকে বিরোধী দল এ আইনকে অগ্রণযোগ্য মন্তব্য করে কঠোর সমালোচনা করেছে। বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতারা লোকসভা বর্জন করেন।
এছাড়া বিলটির বিরোধীতা করছে বিজেপি জোটের অন্যতম শরিক জনতা দল ইউনাইটেড (জেডিইউ)। তাদের মতে, এ আইন সমাজে পারস্পরিক বিশ্বাসের ঘাটতি তৈরি করবে।