ঈদে ৮, ৯ ও ১০ আগস্টের টিকিটের চাহিদা বেশি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে শুক্রবার থেকে ঘরমুখো মানুষের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরমধ্যে টিকিটের সবচেয়ে বেশি চাহিদা রয়েছে ৮ ও ৯ আগস্টের। এছাড়া ১০ আগস্টের টিকিটও চাচ্ছেন অনেকে।
এদিন ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে খুলনা, বরিশালসহ উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চল-গামী বাসের অগ্রিম টিকিট রাজধানীর যাত্রাবাড়ী, গাবতলী ও কল্যাণপুরের কাউন্টার থেকে সংগ্রহ করেছেন যাত্রীরা। টিকিট পেতে সকাল থেকেই লাইনে ভিড় করে টিকিট প্রত্যাশীরা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা ধরে নির্ধারিত বাস কাউন্টার থেকে টিকিট বিক্রি হয়।
একই সঙ্গে অনলাইনের মাধ্যমেও টিকেট বিক্রি হয়। অনলাইনে প্রতি বাসের জন্য ৮ থেকে ১০টি টিকেট বরাদ্দ রয়েছে বলে জানিয়েছে পরিবহন কোম্পানিগুলো।
এদিকে বেশিরভাগ যাত্রীই চাচ্ছেন ৮, ৯ ও ১০ আগস্টের টিকিট। কারণ ৮-৯ তারিখ বৃহস্পতি ও শুক্রবার হওয়ায় এ দু’দিনে টিকিটের চাহিদা অনেক বেশি। যারা বৃহস্পতিবারের টিকিট পাচ্ছেন না, তারা শুক্রবার ছুটির দিনের টিকিট চাচ্ছেন। এছাড়া ওই সময় সরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হবে বলে এ তিনদিন টিকিটের চাপ বেশি।
টিকিট বিক্রি বিষয়ে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, বরাবরের মতো এবারো সরকারের ধার্য দামেই টিকিট বিক্রি হবে। টিকিট বিক্রির সার্বিক মনিটরিং করা হবে। কেউ যেন সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিতে না পারে, সে জন্য বাস কোম্পানিগুলোকে দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। কেউ যদি নির্ধারিত ভাড়ার বেশি নেয়, প্রমাণ সাপেক্ষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।