হঠাৎ বিকট শব্দে আকাশ থেকে পড়ল বিশাল উল্কা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
প্রতিদিনের মতই মাঠে নিজেদের ধানের জমিতে কাজ করছিলেন কৃষকরা। হঠাৎ বিকট শব্দে ধেয়ে এল এক অদ্ভুত বস্তু। মাটিতে পড়া মাত্রই ধোঁয়া বের হতে শুরু করে সেটি থেকে। ধোঁয়া একটু কমতে গ্রামবাসীরা ছুটে আসেন ওই বস্তুটির দিকে। বস্তুটির কাছাকাছি পৌঁছতেই কৃষকরা লক্ষ্য করেন চার ফুট গভীর গর্ত করে মাটির নিচে ঢুকে গিয়েছে বস্তুটি।
ভাবতে ভাবতেই কৃষকদের মাথায় আসে আকাশ থেকে উড়ে আসা এই বস্তুটি হতে পারে উল্কা। যেই না ভাবা, তৎক্ষণাৎ গর্ত থেকে বস্তুটিকে বের করে আনেন গ্রামবাসীরা। দেখেন ওই বস্তুটি আসলে একটি শিলাখণ্ড।
ফুটবল আকারের শিলাখণ্ডটি দেখে হতচকিত হয়ে পড়েন কৃষকরা।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, হালকা বাদামী রঙের বস্তুটির ওজন প্রায় ১৫ কেজি (৩৩ পাউন্ড)।
বুধবার বিকেলের দিকে যখন এটি মাটিতে এসে পড়ে তখন প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যায়।
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মধুবনী জেলার ম্যাজিস্ট্রেট সীরসাত কপিল বলেন, ধানের জমিতে চাষ করছিলেন কৃষকরা। আকাশ থেকে হঠাৎ একটি ভারী পাথরের মত বস্তু এসে পড়ে। ভীষণ জোরে আওয়াজ হয়।
গ্রামবাসীরা জানান, আমরা দেখেছি এটার খুব শক্ত চৌম্বকীয় শক্তি রয়েছে। জ্বলজ্বল করছে। ওজন প্রায় ১৫ কেজি (৩৩ পাউন্ড) বিজ্ঞানীরা বলছেন, এটি উল্কা হতে পারে।
উল্কা হল শিলাকণা যা পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে যাওয়ার সময় সাধারণত জ্বলে ওঠে। এগুলির মধ্যে যারা পতন থেকে বেঁচে থাকে উল্কা হিসাবে পরিচিত।