মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্যানিটারি ন্যাপকিন পুনরায় ব্যবহারে ডিভাইস বানালেন দুই ছাত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার

স্যানিটারি ন্যাপকিন পুনরায় ব্যবহারযোগ্য রাখতে বিশেষ একটি ডিভাইস বানিয়েছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির (আইআইটি) দুই ছাত্রী। 

হঠাৎ এই ডিভাইস তৈরির প্রয়োজন পড়ল কেন? দুই আইআইটি ছাত্রীর দাবি, স্যানিটারি ন্যাপকিন থেকে যে হারে জৈবিক বর্জ্য বেড়ে চলেছে, তা উদ্বেগজনক। সে কারণে ভবিষ্যতের কথা ভেবেই তারা এ ডিভাইস বানিয়েছেন। 

আইআইটি-বোম্বে ও আইআইটি গোয়ার এ দুই শিক্ষার্থী এরই মধ্যে তাদের তৈরি ডিভাইসের পেটেন্ট চেয়ে আবেদন করেছেন। ডিভাইসটির নাম দিয়েছেন ক্লিনস রাইট। তাদের হিসেবে, একটি ডিভাইস কিনতে খরচ পড়বে বড় জোর দেড় হাজার টাকা। 

 

আইআইটি বোম্বের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ঐশ্বর্য আগারওয়াল বলেন, সঠিক ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ার সঙ্গেই ডিজপোজেবল স্যানিটারি প্যাডের ব্যবহার দ্রুতগতিতে বাড়ছে। কিন্তু, এ প্যাডগুলো তৈরি হয় নন-বায়োডিগ্রেবল প্লাস্টিক দিয়ে। 

তিনি আরো বলেন, একেকটি সিন্থেটিক প্যাড মাটিতে বিলীন হতে পাঁচশ থেকে আটশ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। ফলে, ফেলে দেয়া স্যানিটারি প্যাডগুলো পরিবেশে জমা হচ্ছে।

দেখা গেছে, শুধু একজন নারীর জীবনের পুরো ঋতুকালীন সময়ে একশ ২৫ কেজি নন-বায়োডিগ্রেবল প্যাড জমা হয়। ফলে, জৈবিক বর্জ্য কোথায় গিয়ে পৌঁছাবে সহজেই অনুমেয়। 

গোয়া আইআইটির ছাত্রী দেবযানী মালাডকার জানান, এ ডিভাইসের জন্য কোনো রকম বিদ্যুৎ লাগে না। পেডাল-অপারেটেড। ছোট জলাধারের মধ্যে এ ডিভাইসটি কাজ করে। পুনর্ব্যবহারযোগ্য প্যাড থেকে ঋতুকালীন রক্তকে নিংড়ে বের করে, পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে। শিশুদের জামাকাপড়ও এতে পরিষ্কার করা যাবে।