জোর করে শিশুদের দিয়ে দেহ ব্যবসা করান ভিক্ষুক!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৭ জুলাই ২০১৯ শনিবার
সবার সামনে সে নেহাতই অসহায় এক ভিক্ষুক। একটা পা নেই তার। কোন রকম রাস্তায় ভিক্ষে করে দিন চলে। কিন্তু লোকচক্ষুর আড়ালে সে রীতিমত ডন। বস্তির ছেলেমেয়েদের আটক করে দেহ ব্যবসা ও চুরির নেটওয়ার্ক চালায় সে। সম্প্রতি ভারতের লখনউয়ের এই ভিখারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারও করা হয়েছে বেশ কয়েকটি ছেলে-মেয়েকে।
বিজয় বদ্রী ওরফে বাঙ্গালি ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা। কয়ের বছর আগে দুর্ঘটনায় একটা পা হারানোর পর থেকেই ভিক্ষে করা শুরু করে সে। লখনউয়ে বস্তির ছেলেমেয়েদের ভুলিয়ে নিজের ডেরায় নিয়ে গিয়ে তাদের সেখানে আটকে ফেলত বাঙ্গালি।
তারপর চলত অকথ্য অত্যাচার। অত্যাচারের চোটে দেহ ব্যবসা ও চুরিকরতে বাধ্য হত ছোট ছোট ছেলেমেয়গুলি। ১৫০ টাকা, ৫০০ টাকা যা পেত, তার বিনিময়েই ছোট ছেলেমেয়েগুলিকে বাধ্য করত কাস্টমারদের খুশি করতে।
শুধু তাই নয়, ব্লেড দিয়ে তাদের হাত পা চিরে দিত বাঙ্গালি। তারপর সেই রক্ত নিজের গায়ে মেখে ভিক্ষে করতে বেরতো, যাতে সমবেদনা আদায় করে বেশি ভিক্ষে পেতে পারে। বাঙ্গালিকে গ্রেফতার করলেও তার আরো কয়েকজন সহযোগী আছে বলে মনে করছে পুলিশ। আরো কয়েকটি শিশু এখনো তাদের হেফাজতে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।