বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ফেনীতে আটক ১

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ফেনীতে জাহেদ হাসান রনি (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে পৌরসভার গোপাল পট্টির হাবিব চক থেকে তাকে আটক করা হয়। 

রনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফয়েজ আহাম্মেদের ছেলে। 

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব জানতে পারে একজন গুজবকারী ‘জাহেদ হাসান রনি’ নামক ফেসবুক আইডি থেকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষ্যে উস্কানিমূলক তথ্য প্রচার করছে।  মোবাইল ফোন ও নানা রকম ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ছবি ও তথ্য ফেসবুকের মাধ্যমে প্রচার করে নানা গুজব ছড়ানোর চেষ্টা করছে।  

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ফেনী শহরের গোপাল পট্টি হাবিব চকের ফয়েজ জুয়েলার্সে অভিযান পরিচালনা করে। এ সময় আসামী জাহেদ হাসান রনিকে আটক করা হয়।  উদ্ধার করা হয় গুজব রটানোর কাজে ব্যবহৃত দু’টি আইফোন ও দু’টি সিম কার্ড। পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল বিশ্লেষণ করে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণের মাধ্যমে উক্ত ফেসবুক আইডির টাইমলাইনে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও আইন শৃঙ্খলা অবনতি ঘটানো সংক্রান্তে বিভিন্ন পোস্ট পাওয়া যায়। পরে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করে। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।