‘ছেলেধরা’ গুজব ঠেকাতে প্রধান শিক্ষকদের নির্দেশ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৮ জুলাই ২০১৯ রোববার
‘ছেলেধরা’ গুজব ঠেকাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। শনিবার এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য, অভিভাবক, স্থানীয় আওয়ামী লীগ নেতা, স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। বিভাগীয় উপপরিচালকরা জেলা প্রাথমিক শিক্ষা (ডিপিও) অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেবেন।
নির্দেশনায় আকরাম-আল-হোসেন বলেন, গুজব ছড়ানো একটি মারাত্মক অপরাধ। গুজব মুহূর্তেই পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। যেমন গত ৩ দিন আগে শিশু তুবাকে মা’হারা করেছে কিছু গুজব সৃষ্টিকারী। একজন নিরাপরাধ নারীকে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গত ২০ জুলাই সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন তাসলিমা বেগম রেণু (৪০)। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সচিব বলেন, একটি অশুভ শক্তি অত্যন্ত সুকৌশলে রাষ্ট্রকে বিপন্ন করার জন্য এই ধরনের গুজব ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এদের থেকে সতর্ক থাকতে হবে।