বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কলকাতার ছবিতে হাসান মাসুদ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৬ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

এবার কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। শিশুসাহিত্যিক সুকুমার রায়ের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক দেবরাজ। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। এতে তার বিপরীতে দেখা যাবে সেখানকার কোনো নায়িকাকে। 

এ বিষয়ে অভিনেতা বলেন, ছবিটির নির্মাতা ইউটিউবে আমার কাজগুলো দেখে চরিত্রটা করার প্রস্তাব দেন। আমি মোটামুটি সম্মতি দিয়েছি। আগামী মাসে উনি ঢাকায় এলে বিষয়টি চূড়ান্ত করবো।

এক সময়ের তুমুল ব্যস্ত এ অভিনয়শিল্পীকে ২০১৬ সালের পর থেকে আর কোনো নাটক-চলচ্চিত্রে দেখা যায়নি। মাঝে বেশকিছু নাটক-চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সবিনয়ে ‘না’ করেছেন। প্রায় তিন বছর অভিনয়ের বাইরে থাকার পর কলকাতার এই ছবির মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি। 

 

প্রসঙ্গত, অভিনয় শুরুর আগে ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন হাসান মাসুদ। ১৯৮৫ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন পান এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন হিসেবে প্রাতঃকালীন অবসর গ্রহণ করেন। পরে তিনি সাংবাদিকতা শুরু করেন। 

মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্র এবং অনেক নাটকে অভিনয় করেন। অভিনয়ের বাহিরে গানও করেন এই অভিনেতা। তার প্রথম সঙ্গীত অ্যালবাম ‘হৃদয় ঘটিত’ ২০০৬ সালে প্রকাশ পায়।