ঢাকার মঞ্চে ‘চিত্রা’ ও ‘রথযাত্রা’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৮ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
চীনা সাংস্কৃতিক মাস ২০১৯ উপলক্ষে ঢাকার মঞ্চে মঞ্চায়ণ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি নাটক। একটি ‘চিত্রা’, অন্যটি ‘রথযাত্রা’।
২৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকগুলোর মঞ্চায়ণ হবে। চীনের পিকিং ইউনিভার্সিটি’র পরিবেশনায় ‘চিত্রা’ নাটকটি নির্দশনা দেবেন হৌ ইং চুয়ে, অনুবাদ করেছেন পাই থাই ইউয়ান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন লু চিয়া হুয়া, চিয়াং চাও লে, লাই হাই ফোং, লি লিন খুন ও লিউ চিং ই।
‘চিত্রা' নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের নাট্যকর্ম এবং বাংলাদেশের সংস্কৃতিকে চীনা ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হবে। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে চীনের সংস্কৃতির বিশেষ সংস্পর্শের সুযোগ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে লোক নাট্যদলের পরিবেশনায় ‘রথযাত্রা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজা-শাহারিয়ার কামাল, সৈনিক-১-আবু বকর বকশী, মন্ত্রী-জিয়াউদ্দিন শিপন, সৈনিক-২- বিপুল কুমার দাস, ধনপতি, কবি- মাস্উদ সুমন, ধনিক-১- শাহারিয়ার কামাল, ধনিক-২- জুলফিকার আলী (বাবু), পুরোহিত- আজিজুর রহমান সুজন, শিশির কুমার রায়, চর, নাগরিক- মুসা রুরেল, দলপতি, নাগরিক-মো. ফজলুল হক এবং নাগরিক।
‘রথযাত্রা’ নাটকে শুদ্র দলে রয়েছেন জুলফিকার আলী (বাবু), মো. তাজুল ইসলাম, শিল্পী, রুমা, মুমু, নিশি, বিথী, রুমা, মুন্নি, সনিয়া, ইতিহাস, ফজলু, মুসা রুবেল. জাহাঙ্গীর রানা ও মিজান। এছাড়া মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন জুলফিকার আলী বাবু। এই নাটকে মঞ্চ সহকারী হিসেবে আছেন মো. ফজলুল হক, মো. তাজুল ইসলাম এবং সঙ্গীতে রয়েছেন ইয়াসমিন আলী, সোহান, সুচিত্রা, অনন্য ও মেহেক।
ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে চীনা সংস্কৃতি মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বেইজিং বিশ্ববিদ্যালয়ের নাট্যদল ২৬ জুলাই থেকে বাংলাদেশ সফর করছে। নাট্য দলটি ২৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থিয়েটারে রবীন্দ্রনাথের নাটক ‘চিত্রা’ মঞ্চস্থ করবে।