বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২২ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রানি হয়ে উঠার চেষ্টা করেছি: ভাবনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার

ঘুমন্ত শহরের শিশুদের নিয়ে কাজ করে মুক্তি। সে একজন ইউটিউবার। অন্যয়ের বিরুদ্ধে প্রতিবাদী সুর তার ভিডিওতে। তার এই প্রতিবাদের হাত থেকে রক্ষা পায় না তার বিত্তশালী বাবা হামিদ কোরেশিও। বাবার রক্ত চক্ষুকে তোয়াক্কা করে না বলেই হয়তো ভালোলাগা জন্মায় নরম স্বভাবের ছেলে আয়াশের প্রতি, যে তার ছোটবেলার বন্ধু। 

আয়াশ ডাক্তার কিন্তু এই পেশাতেই তার ভয়। সে চেষ্টা করছে গান গেয়ে কিছু করার। তার বাবাও ডাক্তার। কিন্তু ছাপোষা টাইপের বলে সংসারে অভাবের কমতি নেই। আছে ভালোবাসা, একে অন্যের প্রতি শ্রদ্ধা। এই সুন্দর পরিবারেও একসময় ঝড় ওঠে, তখন সেখানে আগমন ঘটে রানির।

রানি এই শহরে ঠিকানা খুঁজতে আসা একটা মেয়ে, যার আশ্রয় হয়েছে পার্লারকর্মী নয়নতারা আর উকিল মিশার সংসারে। এই ত্রিভুজ বলয়ে চলতে থাকে নতুন ধারাবাহিক নাটক ‘ঘুমন্ত শহরে’র  ঘোর-প্যাঁচ।

 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এফ এস নাঈম, অর্ষা, ফারহানা মিলি, ভাবনা, শতাব্দী ওয়াদুদ, শহিদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, জিয়াউল হাসান কিসলু, মিলি বাশার, মাজনুন মিজান, শামীমা তুষ্টি প্রমুখ।

নাটকটি নিয়ে আশাবাদী অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এখানে তার চরিত্রের নাম রানি। এ বিষয়ে ভাবনা বলেন, নতুন নাটক, নতুন চরিত্র। আমি এই নাটকে রানি হয়ে উঠার চেষ্টা করেছি। যে রানি আমাদের শহরে বহু আছে, তাদের প্রতিবন্ধকতা আমরা হয়তো খালি চোখে টের পাই না, তাদের বেঁচে থাকার গল্পটা অন্যরকম।

‘ঘুমন্ত শহরে’ নাটকটির চিত্রনাট্য করেছেন খায়রুল বাসার নির্ঝর। সংলাপ রচনা করেছেন মাতিয়া বানু শুকু আর নির্মাণ করেছেন নজরুল রাজু। আজ থেকে প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে।