সৌদি বাদশাহর বড় ভাইয়ের মৃত্যু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২২ এএম, ২৯ জুলাই ২০১৯ সোমবার
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের বড় ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রোববার বিকালে তার মৃত্যু হয়েছে বলে সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে। বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। সোমবার পবিত্র শহর মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে তারা জানাজা অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল আজিজ সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন প্রিন্স বন্দর। এছাড়া শাসক পরিবারটির সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন তিনি।
তার সন্তানরা দেশটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। প্রিন্স ফয়সাল বিন তুর্কি বিন ফয়সাল রিয়াদের গভর্নর, প্রিন্স আবদুল্লাহ বিন বন্দর ন্যাশনাল গার্ডের প্রধান, প্রিন্স খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টার পদে রয়েছেন। ১৯২৩ সালে জন্ম নেয়া এই প্রিন্স কখনো রাষ্ট্রীয় কোনো পদ দায়িত্ব পালন করেননি।