বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২০ ১৪৩১   ০৩ জমাদিউস সানি ১৪৪৬

পোস্টারে বিব্রত কাশেমী, প্রচারণার মাঠে নেই ২০-দলীয় জোটের কেউ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেইন কাশেমী  প্রচারণা নামেননি। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার জেলা মার্কাজ মসজিদের জুম্মার নামায আদায় করেন কাশেমী। নামায আদায় শেষে মুসল্লীদের সাথে সামন্য সৌজন্য সাক্ষাৎ শেষে চলে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসেন কাশেমী। 

এখনও নির্বাচনী কোন প্রচার-প্রচারণায় শুরু করেননি কেন?  সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাসেমী বলেন:  ‘নির্বাচনী এলাকার বিএনপি ও জোটের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজের রোডম্যাপ করা হচ্ছে। সবাই যখন নামতে বলবেন তখনই নামবো’। 

সেটি কবে থেকে শুরু হতে পারে এমন প্রশ্নে কাশেমী বলেন, আজ আমি এই মসজিদে শুধুমাত্র জুম্মার নামায আদায় করতে এসেছি। আগামীকাল (শনিবার) থেকে প্রচার-প্রচারণার কাজ শুরু হতে পারে। 

এদিকে একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনী  পোষ্টারে বিএনপির শীর্ষ নেতাদের ছবি বাদ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে বানানো পোষ্টার কোথাও লাগানোর ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন তারা। ইতিমধ্যে নতুন পোষ্টারও ছাপানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার থেকেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে পুরোদমে প্রচার-প্রচারণায় নেমে পড়বেন কাশেমী।