বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কমলাপুরে মানুষের ঢল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১০ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে ৮ আগস্টের (বৃহস্পতিবার) টিকিট।

মঙ্গলবার সকাল ৯টায় নির্ধারিত সময়েই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে টিকিট।

সকাল ৯টায় থেকে টিকিট বিক্রি শুরু হলেও নাড়ির টানে ঘরে ফেরার জন্য টিকিট নিতে গতকাল রাত থেকেই স্টেশনে অবস্থান করছে অনেক টিকিটপ্রত্যাশীরা। যার ফলে রাজধানীর কমলাপুর রেলস্টেশন কাউন্টারে দ্বিতীয় দিনে এখন টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।

ধীরগতিতে টিকিট বিক্রি করা হচ্ছে অভিযোগ করে টিকিট প্রত্যাশীরা বলেছেন, একটি টিকিট দিতে প্রায় ৮-১০ মিনিট সময় লাগছে।

সকালে সরেজমিনে রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, কাউন্টারের সামনে শুধু টিকিট প্রত্যাশী মানুষ আর মানুষ। লাইনে অপেক্ষারত কয়েকজন টিকেট প্রত্যাশীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত থেকে লাইনে আছেন তারা। কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে ভিড়ের বিস্তৃতি স্টেশনের প্রবেশপথ পর্যন্ত। 

 

সিল্কসিটি ট্রেনের টিকিট পেতে গত কাল রাত থেকে স্টেশনে অপেক্ষা করছেন তারেকুল ইসলাম। তিনি বলেন, গত রাত এখানেই কাটিয়েছি। এখন সকাল ১০ টা বাজে। এখনো টিকিট হাতে পাইনি।

রেলওয়ে সূত্র মতে, অগ্রিম টিকিট বিক্রির অংশ হিসেবে ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের টিকিট দেয়া হবে। 

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। 

ঈদুল ফিতরের মত এবারো রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। 

কমলাপুরের মত এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।