বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাম পরিবর্তনের আবেদন জাবালে নূরের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১২ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় আলোচিত সেই জাবালে নূর পরিবহনের নাম পরিবর্তনের আবেদন করা হয়েছে। তবে এখনো আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি আরটিসি। কোম্পানির পক্ষ থেকে আঞ্চলিক পরিবহন কমিটিতে (আরটিসি) এ আবেদন করা হয়। 

জাবালে নূরের চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজিব নিহত হওয়ার পরপরই নিরাপদ সড়ক দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীদের টানা কয়েকদিনের বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে পুরো রাজধানী। আন্দোলনের মুখে ওই সময় জাবালে নূরের দু’টি বাসের রুট পারমিট বাতিল করা হয়। এরপর পরিবহনটির নিবন্ধনও স্থগিত করা হয়।

 

সম্প্রতি আরটিসির আওতাধীন একটি সাব কমিটি এই কোম্পানির সব পরিবহনের রুট পারমিট বাতিলের জন্য আরটিসির কাছে সুপারিশ করেছে। কিন্তু সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি আরটিসি। ফলে, পরিবহনটি নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীদের দাবি থাকলেও আগের মতোই চলছে জাবালে নূরের বাস। পরিবহনটি ঢাকা মহানগরীর ১৮৪ নং রুট বসিলা থেকে আব্দুল্লাহপুরে চলাচল করতো।

জানতে চাইলে বিআরটিএ’র সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক মাহবুব-ই-রাব্বানী বলেন, জাবালে নূরের মালিকপক্ষ তাদের কোম্পানির নাম পরিবর্তনের জন্য আরটিসি’র কাছে আবেদন করেছে। সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরো বলেন, বিআরটিসি’র (আঞ্চলিক পরিবহন কমিটি) অধীনে একটি সাব কমিটি রয়েছে। ওই কমিটি জাবালে নূরের রুট পারমিট বাতিলের জন্য সুপারিশ করেছে। এখনো বাতিল করা হয়নি। আগামী ৪ আগস্ট কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। যে কারণে পরিবহনটি এখনো চলাচল করছে।