বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

একদিনে ২০ কোটি গাছ লাগিয়ে নতুন বিশ্বরেকর্ড

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৩ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

একদিনে ২০ কোটির বেশি গাছ লাগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ল ইথিওপিয়া। বিশ্ব উষ্ণায়ণ ও তার জেরে আবহাওয়ার খামখেয়ালিপনা রুখতে দেশের এই অভিনব উদ্যোগে নেতৃত্ব দিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। 

আফ্রিকার খরা কবলিত এই দেশে বন উজাড় হয়ে যাওয়ার ক্ষতিকর প্রভাব ঠেকানো এবং জলবায়ু পরিবর্তন রোধ করাই গাছ লাগানোর পরিকল্পনা করে সরকার। গাছ লাগানোর কাজে সরকারি কর্মচারীরাও যাতে অংশ নিতে পারেন সেজন্য বন্ধ রাখা হয় কিছু সরকারি কার্যালয়। 

সোমবার দেশের এক হাজার জায়গায় গাছ লাগানো হয়েছে। 

জাতিসংঘের হিসেব অনুযায়ী, বিংশ শতাব্দীর শুরুতে ইথিওপিয়ায় বনাঞ্চল ব্যাপক হারে হ্রাস পেয়েছে। ইথিওপিয়ার বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দাবি, মোট ৪০০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হয়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত ২২ কোটি গাছ লাগানো হয়েছে। 

এর আগে একদিনে ৫ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়ে ভারত। ২০১৬ সালে ভারতের ৮ লাখ স্বেচ্ছাসেবী এই বৃক্ষ রোপণ উদ্যোগে শামিল হয়েছিলেন গাছ লাগিয়েছিলেন। সেই রেকর্ড এবার অতিক্রম করল ইথিওপিয়া।