মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিজ্ঞাপনে বর্ণবৈষম্য, উত্তাল সিঙ্গাপুর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

সিঙ্গাপুরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বাসিন্দাদের বসবাস। তার মধ্যে যেমন চীনারা রয়েছেন, তেমনই রয়েছেন ভারতীয়রাও। তা ছাড়াও মুসলিম ধর্মাবলম্বী মালয় বসবাসকারীরা তো রয়েছেনই। 

বিজ্ঞাপনে বর্ণবৈষম্যের অভিযোগে উত্তাল সিঙ্গাপুর। বিতর্কিত ওই বিজ্ঞাপনে চীনা বংশোদ্ভূত এক অভিনেতাকে দিয়ে বিভিন্ন দেশের নাগরিকদের মুখচ্ছবি তুলে ধরতে চেয়েছিলেন নির্মাতারা। সেখানেই ঘটে বিপত্তি। 

যেমন ভারতীয় হিসেবে যে চরিত্রটিকে দেখানো হয়েছে, সেটির ‘মেক-আপ’ করার সময় ওই অভিনেতার গায়ের রং করা হয় বাদামি। আবার ওই একই অভিনেতা যখন মালয়েশিয়ান এক মহিলার ছবি তুলে ধরেন, তখন তার গায়ের রং বদলে দেয়া হয়। একই সঙ্গে বদলে যায় তার সাজপোশাক-ও। এতেই শেষ নয়। একই অভিনেতাকে দিয়ে এক চীনা পুরুষ ও মহিলার চরিত্রেও সাজানো হয়। এ বারেও বদলে যায় ‘কম্পপ্লেকশন।’ 

বিজ্ঞাপনটি মূলত ‘প্রিন্ট’ মাধ্যমের জন্য নির্মিত। প্রত্যেক চরিত্রের হাতেই রয়েছে খাবারের মেনু। লক্ষ্য একটাই। ‘টেক-স্যাভি’ সিঙ্গাপুরে কত সহজে ‘ইলেকট্রনিক-পেমেন্ট’-এর মাধ্যমে খাবারের দাম মেটানো যায়, তা নিয়ে প্রচার করা। বিষয়টি করাও হয়েছে সরকারি উদ্যোগে। 

 

তামাম বিশ্ব থেকে বিভিন্ন দেশের অভিবাসীরাও সেখানে গিয়ে ঘাঁটি গেড়েছেন। ফলে সব মিলিয়ে আক্ষরিক অর্থেই নানা বর্ণের মানুষ সিঙ্গাপুরে পাশাপাশি থাকেন। সে দিক থেকে দেখলে, সিঙ্গাপুরে বর্ণসাম্য অত্যন্ত সংবেদনশীল বিষয়। কিন্তু ‘ই-পেমেন্ট’-এর প্রচার করতে গিয়ে ব্রডকাস্টার ‘মিডিয়াকর্প’ সম্ভবত সে বিষয়টি মাথায় রাখেনি। আর তাই চীনা বংশোদ্ভূত ডেনিস চিউকে চারটি চরিত্রেই ব্যবহার করে তারা। পরে অবশ্য বিপুল বিতর্কের মুখে পড়ে ক্ষমাও চায় মিডিয়াকর্প। 

তবে সেটিকে সরিয়ে নেয়া হয়েছে কিনা, সেটা তারা সরাসরি জানায়নি। যদিও দেখা যাচ্ছে, কিছু ওয়েবসাইট এবং হোর্ডিং যেখানে গত সপ্তাহ পর্যন্ত সেটি প্রদর্শিত হত, সেখান থেকে বিজ্ঞাপনটি উধাও হয়েছে। 

অন্য জাতির চরিত্র ফুটিয়ে তুলতে গিয়ে চামড়ার রং গাঢ় করার এই প্রবণতাকে সিঙ্গাপুরে ‘ব্রাউনফেস’ বা ‘ব্ল্যাকফেস’ বলে অভিহিত করা হয়। এই বিজ্ঞাপনী বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রতিক্রিয়া হয়েছে। 

যেমন রুবি থিয়াগারাজন নামে এক ম্যাগাজিনের এডিটর টুইটারে লেখেন, ‘২০১৯-এও সিঙ্গাপুরের এক বিজ্ঞাপনে ব্রাউনফেস করা হল। ভেবেছিলাম এ জিনিসের মেয়াদ বোধহয় উত্তীর্ণ।’ 

 

সোমবারের মধ্যেই প্রায় তিন হাজার বার রিটুইট হয় এটি। অনেকের আবার প্রশ্ন, সব জাতির চরিত্রেই একটি বিশেষ দেশের বাসিন্দার প্রতিনিধিকে ব্যবহার না করে, প্রত্যেকটি চরিত্রের জন্য সংশ্লিষ্ট দেশের অভিনেতাকে ব্যবহার করা হল না কেন? 

এক টুইটার ব্যবহারকারীর প্রশ্ন, প্রত্যেক জাতির এক জন অভিনেতাকে ব্যবহার করা হল না কেন? সেটা কি এতই কঠিন ব্যাপার?’ বিষয়টি যে খুবই অসংবেদনশীল, তা মেনেছেন অনেকেই। তবে বিপরীত মতও রয়েছে। কারো কারো মতে, একটি বিজ্ঞাপনকে এতটা গুরুত্ব দেয়ার কিছু নেই।