মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরুরা জাতে হিন্দু, বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ভারতে গরু নিয়ে উল্টা পাল্টা কাহিনীর শেষ নেই। সম্প্রতি গরু নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এসেছেন বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তব। 

ভারতের উত্তর প্রদেশের বারবাঁকি পৌরসভার বোর্ড মিটিংয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি তার মন্তব্যে বলেন, গরুরা জাতে হিন্দু। তাই কোনো গরু মারা গেলে সেটিকে মাটি দিয়ে সমাহিত করা যাবে না। কারণ ওটা মুসলমানদের নিয়ম। হিন্দুদের সৎকারের নিয়ম মেনে মৃত গরুকে এখন থেকে পোড়াতে হবে।

এজন্য পৃথক বৈদ্যুতিক চুল্লি তৈরি করে তারপর সাদা কাপড়ে মুড়ে গরুর শবদেহের শেষকৃত্যের দাবি জানিয়েছেন রঞ্জিত। বারবাঁকি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রঞ্জিত এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নজর দিতে আবেদন করেছেন।

তিনি আরো বলেন, নিজের এ প্রস্তাব পাস করাতে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি। এবং বারবাঁকিতে গরুদের জন্য পৃথক শ্মশান ঘাট তৈরির ব্যবস্থা করবেন। যদিও এ ব্যাপারে রাজ্য প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।