মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় ৫২ জনের মৃত্যু (ভিডিও)

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ব্রাজিলের একটি কারাগারে দুই পক্ষের দাঙ্গায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন। 

সোমবার পারা প্রদেশের আলতামিরা কারাগারের একটি ব্লক থেকে প্রতিদ্বন্দ্বি গ্রুপের অপর একটি ব্লকে হামলা চালালে এই দাঙ্গা শুরু হয়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

এ ঘটনার পর সংবাদ সম্মেলনে কারা কর্তৃপক্ষ জানায়, দুই কর্মকর্তাকে জিম্মি করে কারাগারের মধ্যে আগুন দেয়া হয়। এতে অনেক কয়েদি দম বন্ধ হয়ে মারা যায়। এছাড়া ১৬ জনের শিরচ্ছেদ করা হয়েছে।

 

ব্রাজিলের সংবাদমাধ্যম জি১ জানিয়েছে, আলতামিরা কারাগারের ধারণক্ষমতা ২০০ হলেও দাঙ্গার সময়ে সেখানে ৩১১ জন বন্দি ছিল। তবে দাঙ্গায় জড়িয়ে পড়া প্রতিদ্বন্দ্বি গ্রুপগুলোর নাম প্রকাশ করেনি দেশটির কর্মকর্তারা।

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ কারাবন্দির দেশ ব্রাজিল। প্রায় সাত লাখ মানুষ দেশটির বিভিন্ন কারাগারে বন্দি। অতিরিক্ত বন্দি রাখা ছাড়াও নানা সমস্যায় জর্জরিত দেশটির কারাগারগুলো। সেখানকার কারাগারে প্রায়ই দাঙ্গার ঘটনা ঘটে থাকে।

গত মে মাসে মানাউসের চারটি বিভিন্ন কারাগারে একই দিনে দাঙ্গায় ৪০ জন নিহত হয়।