বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩১ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সভায় গুজব ও ডেঙ্গুর বিষয়ে কীভাবে তৎপরতা আরো বৃদ্ধি করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও দাবি করেন তিনি। 

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও রোহিঙ্গা এবং আগামী ঈদে যাতে মানুষ নিরাপত্তার সঙ্গে যাতায়াত করতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

 

লন্ডন থেকে গুজব সৃষ্টি হয়ে দেশে ছড়িয়ে দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে। এ বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিলেন পদ্মা সেতু দিয়ে মানুষ হেঁটে গেলে এটা ভেঙে পড়বে। তিনি সেদিন বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছিলেন যেন এ সেতু দিয়ে চলাচল না করার জন্য। সাবেক প্রধানমন্ত্রী যখন এ কথা বলেন, তাদের দ্বারাই সম্ভব এ ধরনের মিথ্যাচার ও গুজব সৃষ্টি করা।