‘শ্রমিক-মালিক একে অপরের পরিপূরক’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
শ্রমিক-মালিক একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। তিনি বলেন, শ্রমিক-মালিক ও সরকারের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা আরো সম্প্রসারণ করতে হবে। কেউ কাউকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। ভবিষ্যতে অটোমেশনের কারণে অনেকে ছাঁটাই হবে, তখন শ্রমিকদের টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
আজ মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আলী আজম আরো বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গঠনের দিকে জোর দিচ্ছে। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খুব দ্রুত সমাজ পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সমানতালে কর্মের অনুকূল পরিবেশও তৈরি হচ্ছে। তবে অটোমেশনের ফলে ভবিষ্যতে অনেক শ্রমিক ছাঁটাই হতে পারে। তবে মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
অনুষ্ঠানে একটি জরিপ তুলে ধরে বলা হয়, ২০১৮ সালে বিভিন্ন সেক্টরে ৩৩৪টি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ১২৩টি আন্দোলন ঘটে তৈরি পোশাক খাতে। অধিকাংশ আন্দোলনের কারণ ছিল ন্যূনতম মজুরি ঘোষণা।
জরিপে আরো বলা হয়, ৪৬টি শ্রমিক আন্দোলনের ঘটনা ঘটে গণমাধ্যমে। পরিবহন খাতে ৩২টি, শিক্ষাখাতে ১৬টি, পাটকল শিল্পে ১৬টি, স্বাস্থ্যখাতে ১৪টি, বিদ্যুতে ৯টি, বিড়িশিল্পে ৯টি, সিটি কর্পোরেশনে ৭টি এবং চা-শিল্পে ৬টি আন্দোলনের ঘটনা ঘটে।
সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক জয়নাল আবেদীন, উপ-মহাপরিদর্শক মেহেদী হাসান প্রমুখ।