২৮০ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন লাখো হজযাত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২৮০টি হজ ফ্লাইটে ৯৯ হাজার ৮ শ’৫৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
মঙ্গলবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৪৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৪টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।
এরমধ্যে মোট ২৮০টি হজ ফ্লাইটে ৬ হাজার ৬৬৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ১শ’ ৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।
এ বছর প্রথমবারের মতো সৌদি আরবের (প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন) বাংলাদেশ বিমানবন্দর থেকে চালু করা হয়েছে। ফলে সৌদি বিমানবন্দরে পৌছেঁ হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
এবার ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯ শ’ ২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। এবার গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট। আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।