পাকিস্তানির হাতে বিক্রি হওয়া ভারতীয় নারীকে উদ্ধার করলেন সানি দেওল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০৩ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
কুয়েতে দাসী হিসেবে বিক্রি হয়ে যাওয়া এক ভারতীয় নারীকে উদ্ধার করেছেন বলিউড অভিনেতা ও পঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওল। ৪৫ বছরের ওই নারীর নাম বীণা বেদী, এক এজেন্ট তাকে জনৈক পাকিস্তানির কাছে বিক্রি করে দেয় বলে অভিযোগ।
মাসে ৩০,০০০ টাকা বেতনে কুয়েতে এক পরিবারে পরিচারিকার কাজের কথা বলে একজন ভারতীয় তাকে বিক্রি করে দেন এক পাক নাগরিকের কাছে। বিষয়টি জেনে সানি নিজে হস্তক্ষেপ করেন। বিদেশ মন্ত্রীকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। তাকে সাহায্য করে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা, তাদের মধ্যে একটি কুয়েতের। গত শুক্রবার দেশে ফিরেছেন ওই নারী।
সানির বাবা বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্র এ ব্যাপারে একটি খবরের কাগজের কাটিং শেয়ার করেছেন টুইটারে। লিখেছেন, পুত্র, চাকরির মত করে দায়িত্ব পালন কর। ঈশ্বর মঙ্গল করুন তোমার।
সোশ্যাল মিডিয়ায় সানির এই পদক্ষেপের অত্যন্ত প্রশংসা হয়েছে। তাতে ধর্মেন্দ্র লিখেছেন, বন্ধুরা আপনাদের ধন্যবাদ। গুরুদাসপুরের জন্য সানির পক্ষে যতটা সম্ভব তা সে করবে। এক চিন্তিত বাবা, নীচে লিখেছেন ধর্মেন্দ্র।