বুধবার   ০৬ নভেম্বর ২০২৪   কার্তিক ২১ ১৪৩১   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘শেষ বিকেল’-এ তাহসান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ব্যাচেলর জীবনে রান্না বান্না আর ডাক্তারি পেশা নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে ফারহানের। ইউটিউব টিউটোরিয়াল দেখে রান্না করে ফারহান। রান্নার বিভিন্ন রেসিফি নিয়ে ইউটিউব টিউটোরিয়াল বানানো মোনা নামের মেয়েটার প্রতি ফারহানের একটা দুর্বলতা সৃষ্টি হয়। একদিন হঠাৎ করেই ভুল বুঝাবুঝিতে ইউটিউব টিউটোরিয়াল বানানো সেই মোনার সঙ্গে ফারহানের দেখা হয়ে যাবে ভাবতেই পারেনি ফারহান।

মোনা শখের বসেই বিভিন্ন রেসিফি নিয়ে টিউটোরিয়াল তৈরি, ফটোগ্রাফি করেন। একবার পত্রিকাতে ফারহানকে নিয়ে রিপোর্ট করে ছিলেন, কিন্তু তার করা একমাত্র নিউজটা ছিলো ভুল। ফারহান এবং মোনার সেই থেকেই পরিচয়। তারপর ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি। দুই জনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 

কিন্তু হঠাৎ করেই হারিয়ে যায় মোনা। ফারহান মোনা কে খুঁজতে থাকে। একদিন হঠাৎ করেই মোনা ফারহানের কাছে ফিরে আসে এবং জানায় তার পরিবার তার বিয়ে ঠিক করেছে এবং সেই তার পরিবারের কথার বাহিরে যেতে পারবে না এটায় তার সিদ্ধান্ত। সেই স্থান থেকেই বিদায় নেয় মোনা, অন্য দিকে ভালোবাসা হারিয়ে বাড়িতে ফিরে আসে ফারহান। এরকমই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘শেষ বিকেল’।

রশিদুর রহমানের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তপু খান। নাটকটিতে ফারহান চরিত্রে অভিনয় করেছে তাহসান খান ও মোনা চরিতে তানজিন তিশা। এছাড়া আরো অভিনয় করেছেন মাজনুন মিজান ও শাকিল আহমেদসহ আরো অনেকে। নাটকটি আসেছে ঈদে একটি প্রচারিত হবে। এরপর এস এস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

এদিকে, এ নাটকটি ছাড়াও বেশ কয়েকটি নাটকে দেখা যাবে তাহসানকে। এর মধ্যে রয়েছে গত ঈদের জনপ্রিয় নাটক লেডি কিলার এর সিক্যুয়াল লেডি কিলার টু। এতে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেতা। নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। একই নির্মাতা ও নায়িকার সঙ্গে আশ্রয় শিরোনামের আরো একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এ নাটকটিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, তিশা  ও তাহসান। 

এছাড়া তাহসানকে সম্প্রতি একটি সচেতন মূলক ভিডিওতে দেখা গেছে। দেশে চলমান গুজবের ঘটনায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তাহসান। সচেতনতামূলক ওই ভিডিওতে সংগীতশিল্পীরা ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি কণ্ঠে তোলেন, আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করেন আর অভিনয়শিল্পীরা সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।