সুর চুরির অভিযোগে ফাঁসলেন কেটি পেরি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
মার্কিন গায়িকা কেটি। তার জনপ্রিয় একটি গান ‘ডার্ক হর্স’। ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশিত হয় গানের মিউজিক ভিডিওটি। আর এ পর্যন্ত গানটি ২৬১ কোটি ৬৩ লাখেরও বেশি দেখা হয়েছে। তবে তার এ গানের সাফল্য নিয়ে গর্ব করতে পারছেন না গায়িকা, কেননা গানটি অন্য একটি গানের কপি বলে কপিরাইটের অভিযোগ করা হয়েছে মার্কিন একটি আদালতে।
মার্কিন একটি আদালত রায় দিয়েছেন, কেটি পেরির ‘ডার্ক হর্স’ গানটি ফ্লেমের ‘জয়ফুল নয়েজ’ এর কপি। যদিও গানটি নকল নয় এ নিয়ে যুক্তিও দিয়েছেন ৩৪ বছর বয়সী কেটি পেরি। এমনকি নিজের গান রেকর্ডিংয়ের আগে ২০০৯ সালে প্রকাশিত ‘জয়ফুল নয়েজ’ কখনো শোনেননি বলে জানিয়েছেন গায়িকা।
এদিকে, আদালত কক্ষে গান বাজানোর ব্যবস্থা না থাকায় কেটির আইনজীবীরা বিচারকদের ‘ডার্ক হর্স’ শোনাতে পারেননি। এছাড়া গানটি গেয়ে শোনাতে চেয়েছিলেন গায়িকা। কিন্তু তা আমলে না নিয়ে শেষমেশ সোমবার (২৯ জুলাই) তার বিরুদ্ধে রায় দিলেন আদালত।
শুনানিতে কেটির আইনজীবী ক্রিস্টিন লেপেরো বলেন, দুটি গানেরই বিট ‘কমন’ ছিলো। প্রচলিত অর্থাৎ বহুল ব্যবহৃত। এ কারণে ফ্লেম (মার্কাস টাইরোন গ্রে) কপিরাইট চাইতে পারেন না। তবে ফ্লেমের আইনজীবীদের দাবি, কেটি ও তার সংগীত দল ‘জয়ফুল নয়েজ’ গানের গুরুত্বপূর্ণ একটি অংশ নকল করেছেন।
‘ডাক হর্স’ প্রকাশিত হয় ২০১৩ সালে কেটি পেরির ‘প্রিজম’ অ্যালবামে। বিশ্বব্যাপী এর ১ কোটি ৩০ লাখ কপি বিক্রি হয়েছে। এর ভিডিওর মাধ্যমে ইউটিউব ও ভেভোর ইতিহাসে প্রথম কোনও গায়িকা ১০০ কোটি ভিউর মাইলফলকে পৌঁছান।