মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাত্র দুই উপায়েই দূর হবে পুরুষের মুখের ব্রণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

নারীরা রুপচর্চায় বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকলেও এ নিয়ে বেশি মাথা ঘামান না পুরুষেরা। আর এ কারণেই বাইরের ধুলাবালি ইত্যাদি কারণে ত্বকে ব্রণ হওয়াটাই স্বাভাবিক। কাজের ফাঁকে বা বাড়িতে ফিরে তাই কিছুটা সময় নিজের জন্য রাখুন। কিন্তু কোনো দামী প্রসাধনী দিয়ে নয় বরং ঘরোয়া উপায়ে ভেতর থেকে বাড়িয়ে তুলুন সৌন্দর্য। 

জানুন কী উপায়ে ব্রণের দাগ থেকে মিলবে মুক্তি-

১) বরফ ত্বকের জন্য খুব উপকারি। সারাদিনের ক্লান্তিভাব দূর করতে অনেকটা সাহায্য করে বরফ। বাড়ি ফিরে মুখ পরিষ্কার করে নিয়ে মুখে বরফ লাগিয়ে নিন। 

২) ডিমের সাদা অংশ ব্রণের ক্ষেত্রে খুবই উপকারি। মুখ ধুয়ে এটি ব্রণের ওপর লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন।

৩) পেঁপে ব্রণের ক্ষেত্রে খুবই ভালো। তাই পেঁপে টুকরো করে কেটে নিয়ে তা দিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। তা ব্রণের ওপর লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। 

 

এই পদ্ধতিগুলো নিয়মিত মেনে চললে ব্রণ কমে যাবে সঙ্গে দাগও চলে যাবে।