মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দিদিকে বলো’ নম্বরে ২৪ ঘণ্টায় ১ লাখের বেশি কল, সার্ভার ডাউন!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১২ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

সোমবার দলের বৃহত্তম জনসংযোগ কর্মসূচি ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘দিদিকে বলো’ শিরোনামে জনতার অভাব-অভিযোগের কথা শুনতে ৯১৩৭০৯১৩৭০ ফোন নম্বর ঘোষণা করেছেন তিনি। কিন্তু মঙ্গলবারই ওই ফোন নম্বরে গোলযোগ ধরা পড়েছে।  

জানা গেছে, ঘোষণার পর থেকে ২৪ ঘণ্টায় ১ লাখের বেশি ফোন ঢুকেছে ওই নম্বরে। এত অল্প সময়ে একসঙ্গে এত বেশি ফোন ঢুকে যাওয়াতেই বিপত্তি দেখা দেয়। সার্ভার ডাউন হওয়ায় ফোন করেও সংযোগ মিলছে না বলে অভিযোগ উঠতে থাকে।

অনেক ক্ষেত্রেই ফোন কল ফরওয়ার্ড করা হচ্ছে। কেউ কেউ আবার গান শুনতে পাচ্ছেন বলে অভিযোগ। গোটা বিষয়টি সংশ্লিষ্ট আইটি টিমকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকেও গোটা বিষয়ে অবহিত করা হয়েছে।

 

মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটারে লিখেছেন, গত ২৪ ঘন্টায়, দিদিকে বলো নম্বরে ১ লক্ষেরও বেশি মানুষ ফোন করেছেন। বর্তমানে ২৫০ জনের বেশি মানুষ, চব্বিশ ঘন্টা এই বিষয়ে কাজ করছেন। আপনাদের এই অভূতপূর্ব প্রতিক্রিয়াকে সামলানোর জন্য আমরা আমাদের ক্ষমতার বৃদ্ধি করছি। আপনার ধৈর্যের জন্য আপনাকে ধন্যবাদ। 

আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, এই সংখ্যাটি সেই ৫০ হাজারের বেশি মানুষ, যারা ডিজিটাল মাধ্যম http://www.didikebolo.com  এর মাধ্যমে নিজেদের মতামত বা সমস্যা জানিয়েছেন, তাদেরকে ছাড়া। 

ফোন নম্বরের পাশাপাশি www.didikebolo.com-এও লগ ইন করে সমস্যা জানানো যাবে বলে গতকাল জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।