তৃতীয় দিনেও ট্রেনের অগ্রিম টিকিট পেতে দীর্ঘ লাইন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। বুধবার দেয়া হচ্ছে ৯ আগস্টের টিকিট। এদিনও টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
সকাল ৯টায় নির্ধারিত সময়েই রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে এ টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে।
সরেজমিনে রেলস্টেশনে দেখা গেছে, কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের উপস্থিতি অনেক। এদের মধ্যে অনেকেই গত রাত থেকে লাইনে আছেন। কাউন্টারের সামনের ফাঁকা জায়গা ছাড়িয়ে ভিড় স্টেশনের প্রবেশপথ পর্যন্ত বিস্তৃতি হয়েছে।
এদিকে, টিকিট প্রত্যাশীদের অভিযোগ, ধীর গতিতে টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্র মতে, আগাম টিকিট বিক্রির অংশ হিসেবে ১ আগস্টে ১০ তারিখের এবং ২ আগস্ট ১১ তারিখের অগ্রিম টিকিট দেয়া হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।
ঈদুল ফিতরের মতো এবারো রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।
কমলাপুরের মতো এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।