রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

বিশ্বের প্রথম ‘ওয়াটারফল স্ক্রিন’ আনছে অপো

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

স্মার্টফোন বাজারে বড় ধরনের পরিবর্তন এসেছে গত দুই বছরে। এবার চীনা প্রতিষ্ঠান অপো দাবি করছে, তারা বিশ্বের প্রথম ওয়াটারফল স্ক্রিনের ফোন আনতে যাচ্ছে। এর মাধ্যমে স্মার্টফোন বাজার অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। খবর আইএএনএস।

‘ওয়াটারফল স্ক্রিন’ নামের কার্ভড পর্দার একটি প্রোটোটাইপ ফোনের ছবিও উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। ছবিতে নতুন এই পর্দা প্রশংসার দাবিদার। তবে পর্দার বাঁকানো বাড়তি অংশগুলো সংবেদনশীল হবে কি-না তা স্পষ্ট নয়। পর্দার এই অংশগুলোতে অনিচ্ছাকৃতভাবে স্পর্শ লাগলে কী হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর আগে চমক হিসেবে স্যামসাং বাজারে এনেছিল কার্ভড ডিসপ্লে। স্যামসাংয়ের পরে শাওমি ও অপো এই পর্দা বাজারে ছেড়েছিল। তবে কেউই খুব বেশি জনপ্রিয়তা পায়নি। এবারে পর্দা দুই পাশে আরো বাঁকিয়ে ৮৮ ডিগ্রি করা হয়েছে। ফলে তৈরি হয়েছে অস্বাভাবিক লম্বা একটি পর্দা।

 

তবে অপো জানিয়েছে, ‘উদ্ভাবনী ওয়াটারফল স্ক্রিন নকশার মাধ্যমে অপো শিগগিরই গ্রাহকদেরকে চমকপ্রদ এবং উদ্ভাবনী অভিজ্ঞতা দেবে।’