রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

সিম্ফনির নতুন স্মার্টফোন আই৯৭ বাজারে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

বাংলাদেশি হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি মোবাইল বাজারে নিয়ে এসেছে সিম্ফনি আই৯৭ নামে নতুন একটি স্মার্টফোন। মঙ্গলবার সিম্ফনি কার্যালয়ে স্মার্টফোনটির উদ্বোধন করেন এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ।

এ্যান্ড্রয়েড ৯.১ পাই চালিত অপারেটিং সিস্টেমের সিম্ফনি আই৯৭ এ আছে ৫.৭ ইঞ্চ ডিসপ্লে এবং এর উপর আছে আইপিএস এলসিডি প্যানেল। ৫.৭ ইঞ্চ আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা (১৪৪০X৭২০)। ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের সেটটিতে রয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। মেমোরী কার্ড এর মাধ্যমে আরো বাড়ানো যাবে ৬৪ জিবি পর্যন্ত।

এতে আছে ১৩ মেগাপিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ট ক্যামেরা। ব্যাক ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাবহার করা হয়েছে তাই ছবিগুলো প্রাণবন্ত দেখা যাবে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়াও আছে ফেস আনলক এবং মাল্টিফাংশনাল ফিংগারপ্রিন্ট সুবিধা। হ্যান্ডসেটটিতে আছে ৩২০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি। গ্র্যাভিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর সহ আরো কিছু সেন্সর।

 

সিম্ফনির সকল আউটলেটে গ্রামীণফোনের বান্ডেল অফারসহ এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দুইটি ভিন্ন রঙে। ভোল্টে এনাবল্ড এবং ফোরজি নেটওয়ার্ক সমৃদ্ধ এই স্মার্টফোনটির বাজার মূল্য ৭ হাজার ৪শ’ নব্বই টাকা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হেড অফ সেলস, এম এ হানিফ, ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং, মোহাম্মদ রিয়াদ এবং জেনারেল ম্যানেজার, প্রডাক্ট ডিপার্টম্যান্ট, মুনিম এমডি ইশতিয়াক।