বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়ায় মৎস্যশিকার প্রতিযোগিতায় দুই বাংলাদেশি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য শিকার প্রতিযোগিতায় দুই বাংলাদেশি অংশগ্রহণ করতে যাচ্ছেন। তারা হলেন- বাংলাদেশের সুপরিচিত মৎস্য শিকার সংগঠন ‘এংলিং ইন বাংলাদেশ’র ওমর হায়দার এবং নাদিম হাসান।

রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম ইন্সটলড ক্যাপাসিটি বিবেচনায় রাশিয়ার বৃহত্তম লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী ফিনিশ উপসাগরে এই প্রতিযোগিতার আয়োজন করছে।

বৃহস্পতি ও শুক্রবার রাশিয়ায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীরা লেনিনগ্রাদ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও পরিদর্শন করবেন।

 

প্রতিযোগিতায় বাংলাদেশসহ হাঙ্গেরি, মিশর, ভারত, তুরস্ক এবং রাশিয়ার সর্বমোট প্রায় ২০ জন মৎস্যশিকারি অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতাকালীন সময়ে শিকার করা প্রতিটি মাছ ওজন করার পর পুনরায় পানিতে ছেড়ে দেয়া হবে। আর এই আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করবেন রুশ ক্রিড়াবিদ, জাতীয় ও আন্তর্জাতিক মৎস্য শিকার প্রতিযোগিয়ায় বিজয়ী এবং বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পর্কে ওমর হায়দার এবং নাদিম হাসান বলেন, এমন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের প্রতিবেশী দেশগুলো অবকাশমূলক মৎস্য শিকার থেকে উপকৃত হচ্ছে। এই টুর্নামেন্ট থেকে আন্তর্জাতিক মৎস্য শিকার ইভেন্ট সম্পর্কে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে বাংলাদেশেও এমন আন্তর্জাতিকমানের মৎস্য শিকার টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে।

প্রতিযোগিতার আয়োজন করেছে রুশ রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম ইন্সটলড ক্যাপাসিটি’। কর্পোরেশনটি আয়োজনে অংশগ্রহণকারী প্রতিটি দেশেই বর্তমানে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়োজিত রয়েছে। একইসঙ্গে রোসাটম বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারিগরি পরামর্শক এবং মূল যন্ত্রপাতি সরবরহকারী প্রতিষ্ঠান।